বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালখালী উপজেলায় ঐতিহ্যবাহী ইকবাল পাঠাগারের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ জানুয়ারী)রাতে বোয়ালখালী উপজেলার হাজিরহাট এলাকায় ইকবাল পাঠাগারের মাঠে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বোয়ালখালীর দাশ পাড়া মায়ের উন্নয়ন সংঘ একাদশ ১-০ গোলে বোয়ালখালী কালিরহাট ফুটবল স্টারকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইকবাল পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ইকবাল পাঠাগারের সদস্য এস এম আবুল মনছুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। এ সময় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, আপনারা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করেছেন, যা ভবিষ্যতে আপনাদের আরও উন্নতির পথে নিয়ে যাবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইছহাক চৌধুরী।  বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান। চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা আনোয়ার হোসেন নিপু, বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সেলিম, প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল আলম, বোয়ালখালী বিএনপির নেতা ইকবাল পাশা, বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আবদুল খালেক সওদাগর, কামাল উদ্দিন চৌধুরী, জাফর আলম, হারুন, আবু সাদেক, টিপু, ফরহাদ, রহিত, রাইহান, আরমান, আসিফ, জানে আলম হারুন। খেলায় ধারাবাস্যকার হিসাবে ছিলেন সৈয়দ মোঃ জসিম উদ্দিন, খেলা পরিচালনা করেন জেলা রেফারী জিয়াউল হক প্রমুখ।

আরও পড়ুন