হযরত মাওলানা শাহসূফী সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারী (কাদ্দাসা ছিররাহুল আজিজ)-এর বার্ষিক ওরশ মোবারক উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মাইগাতা গ্রামে ‘গাউছিয়া রহমান মন্জিল বরমা শাখা’র ব্যবস্থাপনায় গত বুধবার (৮ জানুয়ারি) রাতে ছেমা মাহফিল ও কাওয়ালী অনুষ্ঠিত হয়েছে। ছেমা মাহফিলে কাওয়ালি পরিবেশন করেন মোহাম্মদ নাছির উদ্দিন কাওয়াল ও মোহাম্মদ হারুন কাওয়াল। এর আগে সকালে খতমে কুরআন ও সন্ধ্যায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গাউছিয়া রহমান মঞ্জিল বরমা শাখার সভাপতি মাহবুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ জিহাদ, জিসান, আরিফ, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক হাসান, সহ-সাংগঠনিক কায়ুম,
অর্থ সম্পাদক আব্দুল কুতুব, সদস্য সাকিব, সিরাজ, সোলায়মান, রবিউল, হাসান, সাইফু, মোহাম্মদ বদিউল আলম, বাদশা, এরশাদ, মেহের আলী, মোহাম্মদ শিফু প্রমুখ।