পুরান ঢাকায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানা এলাকায় পৃথক পৃথক অনুষ্ঠানে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ প্যালেস সমাজ কল্যাণ সোসাইটি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি”র ২৫ নং ওয়ার্ড বিএনপি।পৃথক দুটি অনুষ্ঠানেই ২ হাজার শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা নগর দক্ষিণ যুব দলের সাবেক সভাপতি সাবেক ছাত্রদল নেতা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।বৃহস্পতিবার বিকেলে ফ্রেন্ডশিপ প্যালেস সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ঐতিহ্যবাহী ওয়েষ্ট এন্ড হাই স্কুল প্রাঙ্গনে একহাজার সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান সমাজে ধর্নাঢ্য ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো কে জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত থাকার মাধ্যমে সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের পাশে থাকার অনুরোধ করেন।তিনি সকলের সম্মিলিত চেষ্টায় সমাজ থেকে দারিদ্র্য করতে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,ফ্রেন্ডশিপ প্যালেস সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুল মতিন,সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন মিন্টু ও জাহাঙ্গীর আলম শ্যামল প্রমুখ।

২৫ নং ওয়ার্ড বিএনপির কম্বল বিতরণ
এদিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি”র ২৫ নং ওয়ার্ডের উদ্যোগে পুরান ঢাকার লালবাগ থানা এলাকার সুবল দাস রোড চৌধুরী বাজার মোড়ে সুবিধা বঞ্চিত এক হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। কম্বল বিতরণের পূর্বে লন্ডনে চিকিৎসারত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং গত সাড়ে ১৫ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদসদস্য শেখ হাসিনার কারাগারে শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু”র আত্নার শান্তি কামনা করে দোয়া করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হামিদুর রহমান মানুষের ভোটের অধিকার এবং গনতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংষ্কারের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।সামাজিক দায়বদ্ধতা থেকেই সকল কে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার অনুরোধ করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ এনায়েত উল্লাহ খোকন,সাধারণ সম্পাদক তাসাদ্দে হোসেন বাবলু,২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্যামল, সহ-সভাপতি,মাসুম আহমেদ,২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মাহাবুব ও টিউলিপ প্রমুখ।

আরও পড়ুন