বাঁশখালী উপজেলার চাম্বল, শেখেরখীল, ছনুয়া রিকশাচালক ও সি.এন.জি. ৪ (স্টোক) শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লি. এর অন্তবর্ত্তী ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার রাতে চাম্বল ইউনিয়ন পরিষদের মাঠে অন্তবর্ত্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় এ সময় বক্তব্য রাখেন চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম সাঈদী, সাধারণ সম্পাদক গাজী কাইছার উদ্দিন, শ্রমিক নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমূখ।
শ্রমিকের নিরাপত্তা, বৈষম্য নিরসণ করা, জীবনমান উন্নয়ন ও আর্থিক সহযোগীতার জন্য শ্রমিক সংগঠনের বিকল্প নেই বলে জানান বক্তারা। এ সময় স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করার জন্য সমবায় বিধি, উপ-আইন অনুযায়ী ভোটার হালনাগাদ ও ছবি যুক্ত ভোটার তালিকা প্রণয়নের কথা তুলে ধরেন শ্রমিক নের্তৃবৃন্দ।
উল্লেখ্য, সভায় পূর্ব ঘোষিত বিশেষ সাধারণ সভার বিজ্ঞপ্তির আলোকে আগামী ১ মার্চ ২৫ ইংরেজী তারিখে সকাল থেকে বিকাল পর্যন্ত চাম্বল উচ্চ বিদ্যালয় হলরুমে সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।