বোয়ালখালীতে টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী উপজেলায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে ৫নং সারোয়াতলী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা ।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলীত কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বোয়ালখালী উপজেলা প্রশাসনের বোয়ালখালী কর্তৃক কৃষি জমি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিনি।

আরও পড়ুন