বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আব্দুস ছবুর নামে এক যুবলীগ নেতা সি.আর মামলায় আদালতে আত্মসমর্পন করতে গেলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আবদুল হামিদ। সোমবার বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামী আব্দুস ছবুরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল আবছার।
মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ‘পূর্ব শত্রুতা ও জায়গা জমির বিরোধ নিয়ে পশ্চিম চাম্বল ১নম্বর ওয়ার্ডের মৃত নুরুল কবিরের পুত্র আব্দুল গফুর বাবুল বাদী হয়ে পাঁচজনকে এজাহার নামীয় আসামী করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি. আর ৪৬৯/২৪ মামলা দায়ের করেন। উক্ত মামলায় আব্দুস ছবুর জামিন নিতে আসলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।’
উল্লেখ্য, আসামী আব্দুস ছবুর কে বিগত কয়েক মাস পূর্বেও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পেকুয়া উপজেলার টেইটং এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব-১৫। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা সহ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকার খবর পাওয়া যায়।