বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাজারে চালের ঘাটতি নেই অথচ দাম বাড়ছে। সিন্ডিকেট করে যারা এ অনৈতিক কাজে জড়িত তাদের বিচষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বেোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী অধিক মোনাফা লাভের আশায় এ কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়ানোর অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও সরকার পিছপা হবে না।
বুধবার সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাজারে নিজস্ব মজুদ ও চালের কোন ঘাটতি নেই। উৎপাদনেও ঘাটতি নেই। আমনের ভরা মৌসুমে মোটা চালের দাম বাড়ার কারন খোঁজা হচ্ছে। কিছু দিনের মধ্যেই দাম কমে আসবে বলে তিনি ভোক্তাদের আশ্বস্থ বলেন, বিশেষ করে নাজিরসাইল ও মিনিকেট, এই দুইটা চালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। খুচরা পর্যায়ে বাজার মূল্যের সাথে পাইকারি পর্যায়ে দামের পার্থক্য অনেক বেশি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল, টিসিবির তথ্য প্রধানকারী কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান হুমায়ুন কবির।এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টিসিবি ডিলার্স এসোসিয়েশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল, প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মন্টু প্রমুখ।