চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণা ও গণসংযোগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন আহমদের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অপর চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের আবু আহমদ চৌধুরী।
রবিবার (১৯ মে) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে এ অভিযোগ জমা দেন তিনি।
লিখিত অভিযোগে তিনি জানান, জসিম উদ্দীন আহমদ গাড়ি বহর নিয়ে প্রচারণা, গাছবাড়ীয়া সরকারি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শত-শত সমর্থক নিয়ে সড়ক অবরোধ করে প্রচারণা, উপজেলা জুড়ে বিভিন্ন এলাকায় প্লাস্টিক (পিভিসি) ব্যানার টাঙানো, প্রচারণার প্রতিটি সিএনজিতে পিভিসি ব্যানার ও একাধিক মাইক লাগিয়ে প্রচারণা করে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন বিধি ভঙ্গের অভিযোগ আনেন তিনি। এবিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন ও জানান চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রামানিক বলেন, “চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”