বাঁশখালী শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২ এপ্রিল) ইফতার মাহফিল ও আলোচনা সভা উপজেলার লক্ষি স্কয়ারের বিগবি ডাইনিং রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে দশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আক্তার হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন রমিজ উদ্দিন, অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ হিরো, সেলিম উদ্দিন সহ বাঁশখালীতে কর্মরত বিভিন্ন স্কুল-মাদরাসা ও কলেজের শিক্ষকবৃন্দ।
সরকারি আলাওল কলেজ’র অধ্যাপক নেওয়াজ মো. হিরু কে আহ্বায়ক করে এ সময় বাঁশখালী শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের দশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক জলদি ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম উদ্দিন, শেখেরখিল দারুস সালাম আলিম মাদরাসার সহকারী শিক্ষক এ.কে.এম জাহাঙ্গীর আলম, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের প্রভাষক নেজাম উদ্দিন, জলদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অমৃতকরণ, সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুল হক কুরাইশি, শেখেরখীল দারুস সালাম মাদরাসার সহকারি শিক্ষক তোফাজ্জল হোসেন, খানখানাবাদ আইডিয়াল হাই স্কুলের সহকারি শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন। সদস্য সচিব রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার অধ্যাপক আকতার হোসেন, অর্থ সম্পাদক কালিপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমিজ উদ্দিন।