৪ দিন ধরে নিখোঁজ হেফজাখানার মো. রাকিবুল ইসলাম বাবু (১২) নামের এক ছাত্র। তার সন্ধান পেতে মরিয়া তার পরিবার।
১জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে নিখোঁজ হয় মাদ্রাসা থেকে। সে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডা পাড়া এলাকার মৃত আকবর মিয়া (আকরফ চৌকিদার) এর পুত্র।
জানা যায়, অভাবের সংসারে জন্ম লাভ করা রাকিবুল ইসলাম বাবু। বাবা মারা যাওয়ার পর কুলকিনারা হারায় তার পরিবার। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে তাকে ভর্তি করায় চট্টগ্রামের হাটহাজারীর গাউছিয়া আহম্মদীয়া হেফজাখানায়। সেখানে লেখাপড়া চালিয়ে গেলেও গত ১ জুলাই মাদ্রাসার শিক্ষককে ফাঁকি দিয়ে বাহিরে চলে যায়। তখন থেকে আজ পর্যন্ত সে আর ফিরে আসে নাই। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান না পাওয়াই চরম উৎকন্ঠায় দিনাপাত করছে তার পরিবার।
কোন সদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ০১৬৮৪-৬৬৮৪৪৮ (বাবুর বড় ভাই মানিক) ০১৩০৯-৯৯২৭৮৫ (ভাই) ০১৮৩০-৭৮৫১৯৪ (হুমায়ুন কবির)।