জনসচেতনতায় পটিয়া তথ্য অফিসের কমিউনিটি সভা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা অফিসসমূহ তাদের নিয়মিত কার্যক্রম হিসেবে বিভিন্ন বিষয়ে তৃণমূলে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে সোমবার (৪ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলা তথ্য অফিস করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বালবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি সভা আয়োজন করেছে।

পটিয়ার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই চা বাগানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, কচুয়াই ইউপি চেয়ারম্যান এসএম ইনজামুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিসা চাকমা, মহিলা মেম্বার সেলিনা আক্তার প্রমূখ। সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাস অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ।

বাল্য বিবাহকে অভিশাপ উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাল্য বিবাহ সমাজ উন্নয়নের অন্তরায়। বাল্য বিবাহের ফলে সমাজ ও পরিবারে অশান্তির সৃষ্টি হয়। অল্প বয়সে মা হলে মেয়েদের নানা রোগব্যাধীসহ অনেক শারীরিক জটিলতার সৃষ্টি হয়। ফলে তারা সমাজ ও পরিবারকে তেমন কিছু দিতে পারেনা। তাই সমাজ থেকে বাল্য বিবাহ নির্মূল করতে হবে। নারীদেরসহ পরিবারের সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বোঝাতে হবে। নারীরা যে পরিবার সমাজ ও দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখতে পারে, সে বিষয়টি পরিস্কারভাবে তুলে ধরতে হবে।

তিনি এসব বিষয়ে তথ্য অফিসসমুহের প্রচারণার প্রশংসা করেন এবং প্রত্যন্ত অঞ্চলে আরো বেশি প্রচারণার অনুরোধ করেন।

আরও পড়ুন