সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপো অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় হতাহতদের মানবিক সহায়তার জন্য সীতাকুণ্ড সমিতি ইউকে কর্তৃক সংগৃহীত তহবিলের অর্থ সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে সীতাকুণ্ড সমিতি ইউকে প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।
সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্ব ও সমিতির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর মুখপাত্র মোঃ আশ্রাফুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের আহাজারিতে পৌর মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
হতাহতদের ব্যক্তিগত ও পারিবারিক অবস্থা বিবেচনা করে ২ পরিবারকে ১ লক্ষ টাকা করে, ৪ পরিবারকে ৫০ হাজার টাকা করে, ৩ পরিবারকে ৩৫ হাজার টাকা করে ও ২ পরিবারকে ৩০ হাজার টাকা করে ১১ পরিবারকে মোট ৫ লক্ষ ৬৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও সীতাকুণ্ড সমিতি ইউকে এর প্রতিষ্ঠাতা সভাপতি (সাবেক) আলিম উল্ল্যাহ রাহাত ওনার ব্যক্তিগত পক্ষ থেকে উপস্থিত সকল হতাহতদের পরিবারকে দুই হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।
যারা যারা এই অর্থ সহায়তা পেয়েছেন তারা হলেন আহত মোঃ ইয়াসিন হান্নান(২১), মোঃ রিয়াজ উদ্দিন(২৫), সায়েদ হোসেন রিফাত(১৮), নিখোঁজ আবুল হাশেম ড্রাইভার, আবদুল মনির হাসান ( নিখোঁজ), মোঃ আফজাল হোসেন( নিখোঁজ), আবদুস সামাদ (আহত), মোঃ ফারুক (আহত), তফাজ্জল হক (আহত), মোঃ নুরুল আবসার(৫০) (আহত), মোঃ শাহজাহান ড্রাইভার ( নিখোঁজ)।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি ইউকের প্রতিষ্ঠাতা সদস্য, কবি ও সাংবাদিক মিল্টন রহমান, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম মুরাদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ.ফ.ম বোরহান, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু প্রমুখ ।