আনোয়ারায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের সাথে চাতরী ইউনিয়ন বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলা শেষে পরাজিত দল চাতরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি ও মঞ্চ ভাংচুরের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।
মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন এই কমিটি গঠন করেন।
কমিটিকে প্রকৃত ঘটনা তদন্ত করে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজারকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চাতরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য এবং ওই বিদ্যালয়ের একজন শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রকৃত ঘটনা তদন্ত করে একটি প্রতিবেদন প্রদান করবেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।