মিরসরাইয়ে আন্তঃস্কুল মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়

তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্ধারিত সময়ের খেলা শেষে গোলের দেখা পায়নি দুই দল। অবশেষে খেলা গড়ায় ট্রাইব্রেকারে ৪-২ গোলে ৫০তম জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। এই জয়ের মধ্য দিয়ে মারুফ মডেল উচ্চ বিদ্যালয় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো।

সোমবার (১১ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের ফাইনাল রানার্স আপ হয় টানা দুইবারের চ্যাম্পিয়ন দল করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় একাদশ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ীদলের গোলরক্ষক আজমীর হোসেন। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন দিদারুল আলম, সহকারী হিসেবে ছিলেন হুজ্জাতুল ইসলাম ও নইমুল ইসলাম।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মিজানুর রহমান, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুইয়া, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদার, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুু প্রমুখ।

আয়োজিত পুরো টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম।

আরও পড়ুন