মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর সাইফুলের মৃত্যু
মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় মোঃ সাইফুল আজম (৪৬) নামে এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত সাইফুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭ নম্বর সরল ইউনিয়নের কাহারঘোনা ৪নম্বর ওয়ার্ডের আকিয়ার বাপের বাড়ীর মরহুম আবদুল আজিজের পুত্র। সে মোজাম্বিকের একজন ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (২০ আগস্ট) দুপুরে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি লরী ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিঁটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। মোটরসাইকেল চালক অপরজন সাইফুল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে মোজাম্বিকের স্থানীয় ভেরা হসপিটালে ভর্তি করা হয়। পরে ওইদিন স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোজাম্বিক থেকে আরফাত ইয়াছিন নামে তার নিকটতম এক প্রবাসী।