রাউজান পৌরসভার ১০৯ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রামের রাউজান পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ১০৯ কোটি ১৩ লাখ ৪৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকাল ১১টায় ভার্চুয়ালী প্রধান অতিথি থেকে বাজেট ঘোষণা অনুষ্ঠানের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

পরে রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বাজেটে ১০৯ কোটি ১৩ লাখ ৪৬ টাকা আয়, ৯৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৩০২ ব্যয় এবং ৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬ টাকা উদ্বৃত্ত নির্ধারণ করা হয়।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াব। বক্তব্য দেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত। এছাড়া কাউন্সিলরবৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন