রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল্লাহ রহিম সাজ্জাদ (২৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মানছিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার প্রবাসী আবদুল কুদ্দুস কাজলের ছেলে।
জানা যায়, নির্মাণাধীন পাকা ভবনের কাজের জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাজ্জাদ ওমানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঘর নির্মাণের জন্য গত ৪ মাস আগে ওমান থেকে দেশে ফেরেন।
আগামি ৮ আগস্ট ওমানে চলে যাওয়ার কথা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবছার মুরাদ বাবুল বলেন, মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে সাজ্জাদ বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।
এদিকে সাজ্জাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নার শব্দে কারো মুখে যেন ভাষা নেই। সাজ্জাদের মা বাবা বারবার অজ্ঞান হচ্ছেন। কেউ তাদের শান্তনা দিতে পারছে না।