চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নির্বাচনে ২ মেয়র, ১৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৬৩ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর অনুকূলে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চন্দনাইশ উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় হলরুমে সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতীক বরাদ্দের কার্যক্রম চলে।
এ-উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও দোহাজারী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দোহাজারী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মিনহাজুল ইসলাম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) এম.এ বারী।
দোহাজারী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দী ২ প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ লোকমান হাকিম (নৌকা) এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. জয়নুল আলম (মোমবাতি)।
এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে যারা প্রতীক পেয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে নাজমা আরা বেগম (টেলিফোন), ইয়াছমিন আক্তার (হারমোনিয়াম), মোছাম্মৎ আয়েশা আক্তার (আনারস), ইয়াছমিন আক্তার (অটোরিকশা), ফিরোজা বেগম (মেট্রোরেল), শিখা রানী দেবী (জবা ফুল), সুজাতা শীল (বলপেন), জাহিদা বেগম মুন্নি (চশমা); ২ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম (চশমা), নুর বেগম (আনারস), সাহেদা বেগম (জবা ফুল), রুমা রানী বড়ুয়া (টেলিফোন); ৩ নম্বর ওয়ার্ডে হোসনে আরা বেগম (টেলিফোন), রত্না সেন ঝুনু (আনারস), রাজিয়া সুলতানা (জবা ফুল), দিলরুবা আক্তার (বলপেন), রাজিয়া সুলতানা রাজু (চশমা)।
সাধারণ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতীক পেয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে পরিমল কান্তি নাথ (উটপাখি), ওয়াহিদুল আলম (ডালিম), মো. আবদুল আজিজ (পাঞ্জাবি), আকতার হোসেন (টেবিল ল্যাম্প), আলিম উদ্দিন (ব্লাকবোর্ড); ২ নম্বর ওয়ার্ডে মোহা: শাহ্ আলম (ব্লাকবোর্ড), মোহাম্মদ আরিফুল ইসলাম (ডালিম), ছাবের আহমদ (গাজর), আবদুল্লাহ আল মামুন (টেবিল ল্যাম্প), শহিদুল ইসলাম (পাঞ্জাবি), মাহমুদুল্লাহ (ব্রীজ), সৈকত দাশ ইমন (উটপাখি); ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (উটপাখি), মো. নুরুল ইসলাম বাদশা (ডালিম), মো. আলমগীর হোসেন (ব্রীজ), মোহাম্মদ আবদুল লতিফ রবিন (গাজর), শফিউল আলম (ব্লাকবোর্ড), টিপু কান্তি নাথ (পাঞ্জাবি), মো. ওমর ফারুক (টিউবলাইট), মো. দেলোয়ার হোসেন (টেবিল ল্যাম্প); ৪ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন (টেবিল ল্যাম্প), মোহাম্মদ নাজিম উদ্দিন (উটপাখি), নাছির উদ্দিন (ডালিম), মো. কামাল উদ্দিন (ব্লাকবোর্ড), এমদাদ হোসেন (টিউবলাইট), পহর উদ্দিন (পাঞ্জাবি), ছৈয়দ মোহাম্মদ ইয়াছিন আলী (গাজর), জিয়াউল হক (ব্রীজ); ৫ নম্বর ওয়ার্ডে মো. মতিউর রহমান (উটপাখি), শহিদুল ইসলাম (পানির বোতল), মোহাম্মদ ইদ্রিস (টেবিল ল্যাম্প), মো. হোসেন (ডালিম), মো. ফজলুল হক (পাঞ্জাবি); ৬ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন (টেবিল ল্যাম্প), শহীদ হোসেন (উটপাখি), মো. সিহাব উদ্দিন (পাঞ্জাবি), মো. মহিউদ্দিন (ডালিম); ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলমগীর (গাজর), মো. জামাল উদ্দিন (ডালিম), মুহাম্মদ আবু তাহের (পাঞ্জাবি), আবু ছৈয়দ সুমন (ব্লাকবোর্ড), মো. নুরুল ইসলাম (উটপাখি), আব্দুর রশিদ (টেবিল ল্যাম্প), মো. জামাল মিয়া (পানির বোতল); ৮ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ রফিক উদ্দিন মিয়া (ডালিম), কৃষ্ণ কান্ত ভট্টাচার্য্য (ব্লাকবোর্ড), মৃনাল বড়ুয়া (গাজর), মো. ওসমান গনি (টিউবলাইট), ভবতোষ শীল (টেবিল ল্যাম্প), মিলন কান্তি বড়ুয়া (ফাইল কেবিনেট), তপন দাশ (ব্রীজ), চিত্ত রঞ্জন বিশ্বাস (উটপাখি), আশীষ চন্দ্র দে (পাঞ্জাবি), মো. আয়ুব মিয়া (পানির বোতল), আব্দুল হামিদ (ঢেঁড়শ); ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নাজিম উদ্দিন (পানির বোতল), তৌহিদুল ইসলাম (ডালিম), মোহাম্মদ ফারুক (গাজর), মোহাং নাজিম উদ্দিন (টেবিল ল্যাম্প), সত্যপদ তালুকদার বাবলা (ব্রীজ), সুভাষ দাশ (উটপাখি), সাইফুদ্দিন (পাঞ্জাবি), আবছারুল মোমেন (ব্লাকবোর্ড)।
দোহাজারী পৌরসভা প্রতিষ্ঠার ছয় বছর পর প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৩৩ হাজার ৫৮৬ জন। তন্মধ্যে নারী ভোটার ১৫ হাজার ৮৫৬ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৭৩০ জন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয় প্রশাসনিক সংস্কার কমিটির (নিকার) সভায় অনুমোদন দিয়ে দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে সরকারি গেজেট বা পরিপত্র জারি করা হয়। একই বছর ১১ মে মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারির মাধ্যমে পৌরসভা বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৭ সাল থেকে পদাধিকার বলে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।