চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
চট্টগ্রামের চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের ত্রি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার (২৩ মে) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে এম.এ রাজ্জাক রাজ, সি.সহ-সভাপতি মো.খালেদ রায়হান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এম.এ মুবিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম ওমর ফারুক, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আনোয়ার আবীর, পাঠাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন নিরব নির্বাচিত হয়েছে। সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে এস.এম রাশেদ , এনামুল হক নাবিদ ও ওসমান চৌধুরী।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মো.খালেদ রায়হান ও এস.এম ওমর ফারুক।