সীতাকুণ্ড বিএনপির ৩৭নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট

মঙ্গলবার (২৫ এপ্রিল) সীতাকুন্ড যুবদল কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের সাথে সংঘটিত ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় দায়ের করা মামলায় বিএনপির ৩৭ নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বুধবার (৩ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ ৬ সপ্তাহের আগাম জামিনের আদেশ জারি করেছেন। আসামী পক্ষের আইনজীবী জিনাত আক্তার নাজলী বেগম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জিনাত আক্তার নাজলী বেগম বলেন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সীতাকুৃন্ড থানার এসআই খুরশীদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় চার নেতাকর্মীকে গ্রেপ্তার শেষে তাদেরকে আদালতে নেওয়া হয়েছে। সেই মামলায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরওঙ্গজেব মোস্তফা, সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী, সিনিয়র যুগ্ম- আহবায়ক সাহাব উদ্দিন রাজুসহ ৩৭ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

এদিকে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে সীতাকুন্ড বিএনপি’র নেতাকর্মীরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন