চট্টগ্রাম দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে রোভার স্কাউট ওরিয়েন্টেশন

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের রোভার স্কাউট লিডার ও গ্রæপ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম আযাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ কামরুন নাহার বেগম, প্রশিক্ষক হিসেবে মূখ্য আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম জেলা রোভারের প্রাক্তন সহকারী কমিশনার ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, হিসাববিজ্ঞান প্রভাষক মো: আবুল খায়ের, আনোয়র হোসেন এবং মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র রোভার পাভেল বিন আরিয়ান এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেওয়ানহাট সিটি কর্পোরেশ কলেজের প্রাক্তন আরএসএল মোঃ আজাদ হোসেন।

আরও পড়ুন