ন্যাশনাল এসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাব বাংলাদেশ’র সহ-সভাপতি, ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির শির চির উন্নত করে গেছেন। তার আদর্শ ছিল মানুষকে ভালবাসা, মানুষের ভালবাসা। নজরুলের আদর্শকে জাতীয় জীবনে সঠিকভাবে ধারণ করে এগিয়ে যেতে হবে। কবি নজরুল আমাদের প্রেমের কবি, যৌবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি ও জাতীয় কবি। কবি নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক। বাঙালির জাতীয় জীবনে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের মতো তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে ও বিশ্বাসে প্রাসঙ্গিক। বিশ্বজুড়ে যে নাশকতা চলছে তা রুখে দিতে এসময়ে কাজী নজরুল ইসলামের মতো নির্ভীক ও সাহসী একজন নায়কের খুব দরকার ছিল। গতকাল জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে নজরুল শীর্ষক আলোচনা, নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম’র শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নজরুল গবেষক কবি মাহমুদুল হাসান নিজামী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদা আকতার জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক গেরিলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ।
আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল’র প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম, ছালেহ আহম্মদ-হাছান বানু ফাউন্ডেশন’র চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু।
কবি সুলতান আহমদ ও আবৃত্তিকার কবি সোমা মুৎসুদ্দীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চসিক মহিলা কাউন্সিলর আমজুমান আরা বেগম, বিশিষ্ট রাজনীতিবিদ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দীপক কুমার পালিত, চট্টগ্রাম জেলার নাট্য সংস্থার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাদা।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গোলাম ছরওয়ার, লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও লোক সংগীত শিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা, সিনিয়র সংগীত শিল্পী সৈয়দ হোসেন, অধ্যাপক এ কে এম নুরুল বশর সুজন, প্রফেসর ড. বিবেক সূত্রধর, অধ্যাপক কবি জীতেন্দ্র লাল, কবি কেফায়েত উল্লাহ কায়সার, সাংবাদিক ও কবি রোকন উদ্দীন আহমেদ, প্রফেসর ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক ও লেখক শিব্বির আহমদ ওসমান, গীতিকার আলমগীর হোসাইন, বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউটের কর্মকর্তা এয়াকুব আলী, ব্যাংকার মতিউর রহমান ফরহাদী, আবুল কাসেম শিল্পী, সংগীত পরিচালক ফজলুল কবির চৌধুরী, কাজী শাহেদুল করিম, চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী জুয়েল দ্বীপ, সংগীত শিল্পী এস কে মানিক, আয়মান ওসমান, এড: মুসলিম ইসলাম, এডভোকেট এহসানুল হক মিলন, সাংবাদিক কাঞ্চন শীল, আমিনুল হক লিটন, সুধামা দাশ সুজন, মন্টি সরকার, পিউ ঘোষ, আনিস খোকন, বিপুল দাশ, রাজু দাশ, আর্শপা সূত্রধর, বেবী মজুমদার নূপুর, ইসলাম, তাহেরা শারমীন, চবি ছাত্র নেতা কাজেমুল হাসান শাহেদ, পিনকি মল্লিক ফিমো, মো. আবু ইউছুফ সন্দীপী, এ. কে এম মফিজুল হায়দার, কুনসুমা বেগম, আফফান আলিফ হোসাইন, ফারিয়া নিপুন, ফারজানা আফরোজ, তানিয়া সুলতানা, সুপর্না মুৎসুর্দ্দী, প্রিয়াংকা, টিউলিপ, রাধা রানী চৌধুরী, এসডিপি পপি আকতার, সাজীম, মো. ইকবাল, শহিদুল ইসলাম রনি, মো. শিহাব উদ্দিন, আবদুর রহিম, ছাত্রনেতা সুমন বড়–য়া, সূফি মোহাম্মদ ইউসুফ, সোহান বিন জামাল উদ্দিন, মুহাম্মদ শাহাদাত হোসেন, জিএম মহিউদ্দিন বুলবুল, মো. কামাল হোসেন, ঝিনু রানী দাশ, নন্দীনি দাশ, সুনন্দা দাশ, রাধেশ্যাম দাশ, উত্তম কুমার দাশ, সুমিতা চৌধুরী, অশোক চৌধুরী, এয়াকুব আলী, রানা বড়–য়া, মোহাম্মদ জসিম, শিহাব আহমদ, পারুল, রানা, মো. মাবজুলুর বারী খসরু, এস এম পারভেজ, আবদুল কাদের, এস এম ফারুক, অরুন দাশ, ফারুক আহম্মদ, শ্যামল ভট্টচার্য্য, আসমাউল হোসনা, জান্নাতুল ফেরদৌস, মিজানুর রহমান, তিথি সাহা, বাবো সাহা, নাজু সাহা, এস এম জয় ও মো. মুরাদ হাসান প্রমুখ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের নামকরা শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন।