কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের কমিটি গঠিত
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ২০২৩-২৪ সেবা বর্ষের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্ণর ও কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের ডিরেক্টর লায়ন এসএম সামশুদ্দিন এমজেএফ।
সভায় সর্বসম্মত সিন্ধান্তক্রমে গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন নাজমুল হুদা মিলন এমজেএফ, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, সেক্রেটারী লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল, ট্রেজারার লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন।
সভায় প্রধান অতিথি প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এসএম সামসুদ্দিন বলেন, সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটির নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জেলায় ক্লাবের অবস্থান সুসংহত এবং সেবা কার্যক্রমের পরিধি বিস্তারে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মানবতার সেবায় সবাই আন্তরিকভাবে কাজ করলে কাংখিত লক্ষ্য পৌঁছানো সম্ভব বলে তিনি দাবি করেন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, লায়ন একেএম শওকত হাছান খান, লায়ন মো: আহসান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভূঁইয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন এমএন ছাফা পিএমজেএফ, লায়ন নাজমূল হুদা এমজেএফ, লায়ন মেজবাহ উদ্দিন, লায়ন উম্মে হাবিবা প্রমূখ।