সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশন: সহকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে যুগ্ম-সাংগঠনিক সম্পাদক প্রার্থী এনাম
চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস (সিএন্ডএফ) কর্মচারী ইউনিয়ন (সিবিএ ২৩৪) এর ত্রি-বার্ষিক নির্বাচনে খোকন-জাকির পরিষদ থেকে যুগ্ম-সাংগঠনিক সম্পাদক প্রার্থী হয়েছেন ক্লিন ইমেজের জন্য জনপ্রিয়, প্রতিশ্রুতিশীল পেশাজীবি নেতা, বর্তমান কার্যনির্বাহী পরিষদ সদস্য মোঃ এনামুল হক(এনাম)। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করা তরুণ এ নেতার হাসির ঝলকেই ভোটারদের হৃদয়ে অন্যরকম আবেদন তৈরী করেছে।
বুধবার (২৫ জানুয়ারী) বন্দর রিপাবলিক ক্লাবে দিনভর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে ৭হাজার ২শ ভোটারের বৃহৎ এ সংগঠনের তরুণ, মেধাবী ও সকলের প্রিয় মুখ এনাম “শাপলা ফুল“ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়েছেন।
তিন বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবার সদস্য পদে নির্বাচন করে এনাম বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের কৃতি সন্তান এনাম বলেন, গত নির্বাচনে ভোটার’রা আমার প্রতি যে আস্থা রেখেছিলো, দায়িত্বপালনকালীন সময়ে চেয়েছি তাদের সে আস্থার প্রতিদান দিতে। সহকর্মীরা সিন্ধান্ত নিবেন আমি নির্বাচিত হলে তাদের জন্য কাজ করতে পারবো কিনা। সুখে-দুঃখে তাদের পাশে অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।
বৃহত্তর ঐক্যের সমর্থক ফোরাম খোকন-জাকির পরিষদ থেকে নির্বাচনে অংশ নেয়া এনামুল হক এনাম পেশাগত জীবনে এ.কে.এম.নীটে কর্মরত। তিনি ভোটারদের ভোট ও সকলের দোয়া চেয়েছেন।