চট্টগ্রামে রেল সেবা সপ্তাহের উদ্বোধন
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেল সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বেলুন উড়িয়ে রেলওয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনার দর্শন, রেলপথের উন্নয়ন’ শ্লোগানকে পরিপূর্ণতা দেওয়া গেলে দেশের এ সেক্টরে আমুল পরিবর্তন সাধিত হবে। প্রধানমন্ত্রী রেলের উন্নয়ন ঘটিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা বেগবান করতে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। রেলের উন্নয়নে তিনি যুগোপযোগী নানামুখী পদক্ষেপ গ্রহণ করে রেলে প্রাণ ফিরিয়ে এনেছেন। এ ধারা অব্যাহত রাখতে সবাইকে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
সেবা সপ্তাহ উপলক্ষে যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানানো হয়েছে। সেবা সপ্তাহে ট্রেনের সময়সূচি, প্লাটফর্ম দেখা, ওভারব্রীজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা এবং নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।