চট্টগ্রামে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
চট্টগ্রাম নগরীতে আবারও শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রি। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম নগরে টিসিবির পণ্য বিক্রির এ কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামে প্রায় সাড়ে ৫লাখ পরিবার কার্ডের মাধ্যমে এ পণ্য ক্রয়ের সুযোগ পাবে। ভুর্তুকি মূল্যে পণ্যের দাম রাখা হয়েছে সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা।
জানা গেছে, একটি কার্ডের বিপরীতে সর্বোচ্চ ২ লিটার সয়াবিল তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি কিনতে পারবেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। কার্ডধারী প্রায় সাড়ে ৫লাখ পরিবার এসব পণ্য ভুর্তুকি মূল্যে ক্রয় করতে পারবেন। এখানে কেউ কোনো অনিয়মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।