চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমণ সফল করতে এমপি লতিফের প্রস্তুতি সভা
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ’র উদ্যোগে এক প্রস্তুতি সভা ১৩ নভেম্বর চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় ৩৯নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর মোঃ আসলাম ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ ইমতিয়াজ বাবলা সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, কাউন্সিলরবৃন্দ আলহাজ্ব সালেহ আহম্মদ চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, আবদুল বারেক, আতাউল্যা চৌধুরী, জিয়াউল হক সুমন ও শেখ জাফরুল হায়দার চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ’র কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকসহ সিনিয়র নেতৃবন্দ বক্তব্য রাখেন।
এসময় এমপি লতিফ বলেন, বিএনপি জামায়তের ষড়যন্ত্রমূলক কর্মকান্ড দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস রুখে দিতে জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদের দেশের উন্নয়ন রক্ষায় বঙ্গবন্ধু কন্যার সমাবেশে যোগ দিতে হবে। সমাবেশে কোনো নেতার নামে শ্লোগান না দিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে শ্লোগান দিতে হবে বলে তিনি দাবি করেন। নিজেদের মধ্যে ভুলবুঝাবুঝি পরিহার করে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে তিনি অভিমত দেন।