হারমনি বিল্ডার্স-থাইসেন ক্রুপ এলিভেটরের মধ্যে চুক্তি স্বাক্ষর
চট্টগ্রামের সুনামধন্য রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি হারমনি বিল্ডার্স লিমিটেড সম্প্রতি বিশ্বসেরা জার্মান লিফট ব্র্যান্ড থাইসেন ক্রুপ এলিভেটর লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। হারমনি ফরনেসার বাসিন্দাদের উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ ও উন্নত জীবনমানের লক্ষ্যে চন্দ্রনগর হাউজিং সোসাইটিতে অবস্থিত হারমনি ফরনেসা টাওয়ারের জন্য একটি আবাসিক লিফট সরবরাহ এবং ইনস্টল করবে থাইসেন ক্রুপ এলিভেটর লিমিটেড। চট্টগ্রামের বায়েজিদ থানাধীন চন্দ্রনগর হাউজিং সোসাইটিতে হারমনি বিল্ডার্স লিমিটেডের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
হারমনি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াসিউল হক চৌধুরী এবং থাইসেন ক্রুপ এলিভেটরসের আঞ্চলিক প্রধান কঙ্কন চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন হারমনি বিল্ডার্সের প্রধান প্রকৌশলী আশিষ কুমার।
হারমনি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াসিউল হক চৌধুরী এসময় বলেন, “জার্মান প্রযুক্তির লিফট থাইসেন ক্রুপ বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান। তারা অবশ্যই বিশ্বের সেরা ব্র্যান্ডের লিফটগুলির মধ্যে একটি এবং তাদের প্রযুক্তি অত্যন্ত উচ্চ মানের। থাইসেন ক্রুপের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমরা সবসময় আমাদের গ্রাহকদের টেকসই ও সর্বোচ্চ মানের সেবার প্রতি যত্নশীল। আমরা মনে করি, হারমনি ফরনেসার গ্রাহকবৃন্দের আস্থা ও রুচির প্রতীক হারমনি বিল্ডার্স।”