হাটহাজারীতে অগ্নিকান্ডে বসতঘরের বিপুল ক্ষয়ক্ষতি
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের সানাউল্লাহ পাড়া এলাকায় আগুনে দুইটি বসতঘর পুড়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফতেপুর দরবার শরিফে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আব্দুল কাইয়ুম নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে এসে দেখি বসতঘরে আগুন জ্বলছে এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এসময় আমি হাটহাজারী ফায়ারসার্ভিস অফিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ক্ষতিগ্রস্ত শাহজাদা সৈয়দ শামশুল আরেফিন বলেন, আমি আর আমার ভাই ঘরে ছিলাম। বেলা ১১টা ২০মিনিটের দিকে হঠাৎ রান্নাঘরে ধোঁয়া দেখা যায় এবং সাথে সাথে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরের সাথে লাগোয়া দুইটি বসতঘরে। বসতঘরে একটি আলমারি, দুইটি ফ্রিজ ও আসবাবপত্র সহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা করেন। এই ঘটনায় প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ গ্যাসের সিলিন্ডারের কোন অংশের ছিদ্র থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করেন।