চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে ১লাখ ৮৯হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীতে খাদ্যে ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানোর অপরাধে ১লাখ ৮৯হাজার টাকা জরিমানা গুনলো ৫ প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ‘আগ্রাবাদ এক্সেস রোডে খাদ্যে অনুমোদনহীন ক্ষতিকর রং, কেমিক্যাল মেশানো এবং নোংরা-অপরিস্কার পরিবেশে খাবার খোলা ডাস্টবিনের পাশে সংরক্ষণের দায়ে জামানস রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অননুমোদিত কসমেটিকস বিক্রির অপরাধে জননী ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার টাকা, মোড়কিকরণ বিধিমালা না মানায় বনফুলকে ৫ হাজার, ফার্মভিলেকে ৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় আলম ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

আরও পড়ুন