টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮৪ হাজার ইয়াবাসহ আটক-১

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৮৪ হাজার ইয়াবাসহ ১ জনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানান।

আটককৃত ব্যক্তি হলেন টেকনাফের হ্নীলার কামাল হোসেনের ছেলে খায়রুল আমীন (২৮)।

প্রেস রিলিজ উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী সংলগ্ন শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহপরী জালিয়াপাড়া এলাকায় বস্তা হাতে এক ব্যক্তিকে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে লোকটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা তাকে আটক করে। এসময় তার হাতে থাকা বস্তা তল্লাশী করে ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্যারা বন তল্লাশী করে একরি ব্যাগ উদ্ধার করে। আর ওই ব্যাগ থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ করে।

পরবর্তীতে উভয় অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন