আগ্রাবাদ সিডিএ খেলার মাঠ দখলমুক্তের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার শিশু কিশোরসহ সর্বস্তরের জনগণ খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে। শুক্রবার (১৬ আগস্ট) চট্টগ্রাম সিটির ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সর্বস্তরের ছাত্রজনতার উদ্যোগে ঐতিহ্যবাহী আগ্রাবাদ বালির মাঠ অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার করে সকলের জন্য উন্মুক্ত ও পূর্বের পরিবেশে ফিরিয়ে আনার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু কিশোরদের খেলার কোনো মাঠ নেই অত্র এলাকায়। শিশু কিশোরদের সুস্থতা ও শারীরিক বিকাশ নিশ্চিতে খেলাধুলার কোনো বিকল্প নেই।  আগ্রাবাদ এলাকার অতি পুরোনো ও প্রাচীন এ মাঠটি কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে অবৈধভাবে দখল করা হয়েছে। অবিলম্বে তাদেরকে উচ্ছেদ করে মাঠটি খেলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। অন্যথায়  দলখদার এস আলম কোম্পানীর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

এতে বক্তারা আরও বলেন,  এই আন্দোলন শুধুমাত্র দখলদারদের হাত থেকে বৈধ ও আইনগত উপায়ে শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বালির মাঠ পুনরুদ্ধার পর্যন্ত সীমাবদ্ধ। বক্তরা তাদের বক্তব্যে বর্তমানে বালির মাঠে স্থাপিত স্থাপনা সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিডিএ কর্তৃপক্ষের যোগসাজশে দীর্ঘ পাঁচ বছর ধরে এস আলম গ্রুপ নামক একটা কোম্পানি মাঠটি জবর দখল করে আছে।

আরও পড়ুন