চট্টগ্রাম বিমানবন্দরে রাইস কুকারে মিললো দেড়কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক শারজাহ থেকে আসা এক যাত্রীর রাইস কুকার থেকে উদ্ধার হয়েছে দেড়কোটি টাকার স্বর্ণ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা মোহাম্মদ আলী নামের ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সংয্ক্তু আরব আমিরাতের শারজাহ থেকে আসা ওই যাত্রীর ব্যাগেজের মধ্যে রাইস কুকারের ভেতর লুকানো অবস্থায় ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মোঃ আহসান উল্লাহ জানান, চোরাচালানে জড়িত ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন