চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় একটি লাগেজের ভিতর পাওয়া গেছে মানুষের দুই হাত ও দুই পা। ওই এলাকার ১২ নং ঘাটের কাছে একটি লাগেজ এ হাত পা পেলেও মাথা ও শরীর মেলেনি। পুলিশের ধারণা অন্যত্র খুন করে লাশের হাত পা ১২ নং ঘাটের কাছে এবং মাথা ও শরীর অন্যত্র ফেলা হয়েছে।
পুুলিশ জানায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি লাগেজ ব্যাগ গন্ধ বের হচ্ছিল। স্থানীয়রা খবর দিলে পুলিশ ব্যাগ খুলে সেখানে এক ব্যক্তির হাত ও পায়ের আটটি খন্ডিত অংশ ভালোভাবে প্যাকেট করা অবস্থায় পায়। স্কচটেপ খোলার পর দেখা যায় পলিথিনে মোড়া হাত ও পায়ের আটটি খন্ড এ ব্যাগে পাওয়া যায়। তিনি বলেন, ধারণা করছি তার বয়স ৫০ এর নিচে এবং তিনি পুরুষ।
পতেঙ্গা থানার ওসি আফতাব আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেে বলেন, সিআইডিকে আমরা খবর দিয়েছি। তারা ফিঙ্গার প্রিন্ট নিলে আমরা হয়তো পরিচয় জানতে পারবো।