কমিটি ঘোষণার এক সপ্তার পার না হতেই স্থগিতাদেশের খড়গ নেমে আসলো চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির ওপর। মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গত রবিবার (২২ জানুয়ারী) জসিম উদ্দিনকে সভাপতি ও শফিউল হক শফিকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছিল।
আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী বলেন, ঘোষিত কমিটির বিষয়ে আরও কিছু চিন্তা করার জন্য এটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সাংগঠনিক বিধিমোতাবেক সিন্ধান্ত নেওয়া হবে।