উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিসহ ২ জনকে কুপিয়েছে আরসা সন্ত্রাসীরা

কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নং ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা দিন-দুপুরে দা দিয়ে কুপিয়ে হেড মাঝিসহ দুই জনকে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮ টায় রোহিঙ্গা ক্যাম্পের গ্যাসের ডিষ্টিভিউশন এলাকায়।
এসময় স্থানীয় রোহিঙ্গারা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন,থাইংখালী ১৩ নং ক্যাম্পের হেড মাঝি হামিদ হোসন(৩৫)ও মোঃ ইউনুস (২৮)।

রোহিঙ্গারা জানান,বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় আহত রোহিঙ্গারা ডিষ্টিভিউশন এলাকায় অবস্থানকালীন সময় অতর্কিতভাবে আরসা সন্ত্রাসীরা হেড মাঝি ও অপর রোহিঙ্গাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা নেতারা জানান,বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে মাঝিরা প্রত্যাবাসন পক্ষে ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করায় প্রতিনিয়ত মাঝিরা হামলার শিকার হচ্ছে।

বুধবারও লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে একই ভাবে আরসা সন্ত্রাসীদের গুলিতে আহত হন হেড মাঝি জাহাঙ্গীর আলম ও তার ভাই সৈয়দ আলম।

এসব ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝিদের মধ্যে আতংক বিরাজ করছে।

আরও পড়ুন