লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
বান্দরবানের লামায় কুচকাওয়াজ ও মহড়ার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ উদযাপন হয়েছে। “দুঘর্টনা -দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে এবারে সারাদেশে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপিত হচ্ছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা ফায়ার স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জাতীয় পতাকা ও নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন করেন।
স্টেশন অফিসার সাফায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলামসহ প্রমূখ।
অনুষ্ঠানে অথিতিগন শান্তির পায়রা উড়িয়ে ফায়ার সপ্তাহ -২০২২ এর শুভ উদ্বোধন করেন।