বাঁশখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

‘দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বাঁশখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন এর ভারপ্রাপ্তকর্মকর্তা নুরুল বশর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এসময় অন্যান্য অতিথিসহ ফায়ার সার্ভিসের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ভারপ্রাপ্তকর্মকর্তা নুরুল বশর জানান, আজ ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন। ফায়ার সার্ভিস আঙ্গিনা ও ভবন রঙিন পতাকা, ব্যানার, ফেস্টুন ইত্যাদি দ্বারা সজ্জিত করণ। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অধিদপ্তরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে স্লোগান প্রচারনা এবং লিফলেট বিরতণ। স্কুল-কলেজ, হাট-বাজার, শিল্প প্রতিষ্ঠান, বিপনি-বিতান, বস্তি, শপিংমল ইত্যাদি জনবহুল স্থানে গণসংযোগ, মহড়া প্রদর্শন ও লিফলেট বিরতণ। সকল স্টেশন পর্যায়ে গাড়ি-পাম্প, অগ্নি নির্বাপক ও উদ্ধার সরঞ্জামাদির প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।