লামায় ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর ৫ নভেম্বর এই দিবসটি পালন করা হয়।

এই উপলক্ষে বান্দরবানের লামায় শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লামা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ দিবস উপলক্ষে উপজেলায় প্রথমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচলা সভায় মিলিত হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ,উপজেলা সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম, মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেনসহ উপজেলার সমবায় সমিতির সদস্যগণ অংশ গ্রহন করে।

আরও পড়ুন