কুতুবদিয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ”বঙ্গবন্ধু দর্শন,সমবায়ে উন্নয়ন ” প্রতিবাদ্যে ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,সমবায় র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা নুরুল হকের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওসমান গণি । এতে উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিন, উপজেলা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি লিঃ সভাপতি ছৈয়দা মেহেরুন্নেছা, সহ-সভাপতি বেবি আকতার, উপজেলা রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মোঃ রমিজ উদ্দিন, কিরণ পাড়া আশ্রয়ণ প্রকল্পের সদস্য ফরিদ আলম বক্তব্য রাখেন।
সমবায় দিবসে উপজেলা দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,বিভিন্ন সমবায়সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।