বোয়ালখালীতে টেম্পো-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিএনজিচালিত টেম্পো-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সাইমন নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে বোয়ালখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের আরাকান সড়কের রায়খালী ব্রীজ এলাকার জঙ্গা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরখিজিরপুর গ্রামের জমাদারহাট এলাকার মৃত নুর কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারীচালিত একটি ইজিবাইক আরাকান সড়কের শাকপুরা থেকে গোমদণ্ডী ফুলতলের দিকে যাওয়ার পথে রায়খালী ব্রিজের জঙ্গা তালুকদার পাড়ার গেইটের সামনে বিপরীতমুখী সিএনজিচালিত টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক সাইমন ঘটনাস্থলে মারা যায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। এই ব্যাপারে বোয়ালখালী থানায় সড়ক পরিবহন আইনে মামলা (নং-৭) রুজু করা হয়েছে।