বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল আরোহী হাফেজ মো. গোফরানুল হক রাকিব (২৫) চট্টগ্রামস্থ বেসরকারী পার্কভিউ হাসপাতালে আই.সি.ইউ তে চিকিৎসাধিন আছেন। পরিবার সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর এখনও তার জ্ঞান ফিরেনি। সোমবার (৩ এপ্রিল) রাত ৯ টার সময় বান্দরবন থেকে বাঁশখালী ফেরার পথে বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কের গুনাগরিস্থ বাঁশখালী ডিগ্রী কলেজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ ঘটনায় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির মিনিট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক নিয়ে যায়। পরে সেখান থেকে নগরীর বেসরকারী হাসপাতালে ভর্তি করান।
তার নিকটতম প্রতিবেশী মোহাম্মদ মিছবাহ উদ্দীন জানান, হাফেজ রাকিবের অবস্থা খুবই সংকটাপন্ন। এখনও তার জ্ঞান ফিরেনি।
এ ঘটনায় ঘাতক মিনিট্রাকটি স্থানীয় রামদাশহাট পুলিশ ফাঁড়ি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ মো. গোফরানুল হক রাকিব উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব-পুইঁছড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকার শিয়া পাড়ার মো. রিদোয়ান কবিরের পুত্র।