বোয়ালখালীতে ১১ মোটরসাইলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
চট্টগ্রামের বোয়ালখালীতে ১১ মোটরসাইলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গুনেছে ১১ মোটরসাইকেল চালক। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র , ড্রাইভিং লাইসেন্স, ফিটনেসহীন ও হেলম্যাট না থাকার কারণে ১১ মোটরসাইকেল চালককে ৬ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে বোয়ালখালী উপজেলা সদর ও গোমদন্ডী ফুলতল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন।
বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন,রেজিস্ট্রেশনের মেয়াদ ও ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১১টি মোটরসাইকেল আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান অধ্যাদেশ আইনে ওই ১১টি যানবাহন থেকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি সকলকে আইন মেনে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানান।