বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সমঝোতা স্মারক সম্পন্ন

শিপিং এজেন্টস এসোসিয়েশন এজেন্টদের মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সাথে দিপক্ষীয় সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। বিএসএএ এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ৬ ডিসেম্বর (মঙ্গলবার) নগরীর আগ্রাবাদস্থ মক্কা মদিনা ট্রেড সেন্টারে অবস্থিত বিএসএএ এর কনফারেন্স হলে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক, মেডিক্যাল পরিচালক ডা: কাওসার আলম এবং তাদের সহকর্মী ডাক্তার ও ব্যবসা উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সভায় বিএসএএ এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ দেশের বৈদেশিক বাণিজ্যের সাথে সরাসরি সম্পৃক্ত সারাদেশব্যাপী কর্মরত শিপিং এজেন্টদের কাজের গুরুত্ব সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেন এবং বিএসএএ এর সাথে যুক্ত হয়ে এসোসিয়েশনের মালিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত উদ্যোগ গ্রহণের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ তার সহকর্মীদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানান।

এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক হাসপাতালের সেবার মান ও হাসপাতালের ব্যাপকতা এবংআধুনিক যন্ত্রপাতি সম্পর্কে সভায় উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন।

উক্ত সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে আরো বক্তব্য রাখেন বিএসএএ এর ভাইস-চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন খান, পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, মামুনুর রশিদ, ওয়াহিদ আলম, এস. এম. এনামুল হক, প্রাক্তন পরিচালক খাইরুল আলম সুজনসহ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।