নুরুল হক মেম্বারের মৃত্যুতে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের শোক

কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল হক মেম্বার সোমবার দুপুর ১২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত ৮টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নুরুল হক মেম্বারের মৃত্যুতে শোক জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা (বি.কম)।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।