বাঁশখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
গোপন সংবাদে খবর পেয়ে চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান পরিচালনা করে র্যাব-৭ দেশীয় প্রযুক্তিতে তৈরী ১টি ওয়ান শুটারগান এবং ২টি কার্তুজ উদ্ধারসহ মোহাম্মদ বোরহান (২৮) নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃত আসামী মোহাম্মদ বোরহান (২৮) উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকার জাফর আহমদের পুত্র।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে র্যাব-৭, বাঁশখালী উপজেলার পশ্চিম পালেগ্রাম এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরী ১টি ওয়ান শুটারগান এবং ২টি কার্তুজ উদ্ধারসহ মোহাম্মদ বোরহান নামে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাঁশখালীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানায় সন্ত্রাসী কর্মকান্ডের ১টি মামলা পাওয়া যায়।