রোববার ভোরে সূত্রাপুর থানার ২০/এ তনুগঞ্জ লেনের একটি মেস থেকে সাবরিনা রহমান শাম্মী (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাবরিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।তার নিজ মেসে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারনা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠিয়েছে।
সাবরিনা রহমান শাম্মী (২২)র পিতার নাম জাহিদুর রহমান লিপটন, গ্রামের বাড়ি যশোর জেলার নারায়ণপুর, চৌগাছা থানার নারায়নপুর বলে জানা গেছে। সে সূত্রাপুরে একটি ম্যাস ভাড়া নিয়ে থাকতো। তার সহপাঠীরা আত্মহত্যার কারণ জানাতে পারেনি।পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি ইউডি মামলা করেছে।