হাটহাজারীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে নানা শ্রেণি পেশাজীবি ও জনপ্রতিনিধি একে অপরের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে এবং অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় হাটহাজারী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম এর সভাপতিত্বে “সামাজিক সম্প্রীতি সমাবেশ” হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমানে সম্প্রীতি বিনষ্টের প্রধান কারন ধর্মীয় অনুষ্ঠানে বক্তা বক্তব্য রাখার সময় মোবাইলে লাইভ করা, ইডিটিং ব্যতীত ভিডিও পোস্ট করা। কারন একজন বক্তা বক্তব্য দেয়ার সময় অনিচ্ছাকৃত ভুল হতেই পারে। সরাসরি সম্প্রচারে তা ইডিটের সুযোগ থাকেনা বিধায় সেই ভুল বক্তব্যের কারনে সম্প্রীতি নস্ট হয়। চারিদিকে উত্তেজনা সৃষ্টি হয়। হতে পারে বড় ধরনের হতাহতের ঘটনা। তাই সম্প্রীতি বিনষ্টে আমাদের সজাগ হতে হবে। এমন কোন কাজ করা উচিত নয় যার দ্বারা সম্প্রীতি বিনষ্ট হয়।

পৌরসভার আয়োজনে পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, ওসি রুহুল আমিন সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবুল, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, পৌর কাউন্সিলর আলী আজম, পৌর সহায়ক কমিটির সদস্য শাহেদুল হক খোকন, স. ম এনাম, মো. শামসুল আলম, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা ইমাম সমিতির সভাপতি অধ্যাপক হাফেজ আহাম্মদ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এসময় সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ, সুজন দাশ, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল সহায়ক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সাংগঠনিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে মোঃ ইসরাত উল্লাহ, গোবিন্দ প্রসাদ মহাজন ও প্রদীপ কুমার বড়ুয়া।

আরও পড়ুন