মিরসরাইয়ে মোটরসাইকেল চাপায় ২ গরুর মৃত্যু, আরোহী গুরুতর আহত

মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট বেড়িবাঁধ সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় ২ গরুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয় এক মোটরসাইকেল আরোহী।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টার সময় মুহুরী প্রজেক্ট বেড়িবাঁধ সড়কের আমবাগান দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর বাড়ী ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ৪ নং মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী এলাকায়। তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা এসএম শহীদ জানান, মুহুরী প্রজেক্ট গেইট এলাকা থেকে মুহুরী প্রজেক্ট বাজারের উদ্দেশ্যে আসছিল একটি বেপরোয়া গতির মোটরসাইকেল। পথিমধ্যে মুহুরী প্রজেক্ট বেড়িবাঁধ সড়কের আমবাগান দিঘী এলাকায় মোটরসাইকেলটি পৌঁছলে জামশেদ আলম ও সাহাব উদ্দিনের দুইটি গরুকে চাপা দিলে ঘটনাস্থলে গরুগুলোর মৃত্যু হয়। দুইটি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা। গরুগুলোর মালিক জামশেদ আলম ও সাহাব উদ্দিন উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম বাঁশখালী গ্রামের বাসিন্দা। তারা উভয়েই মৎস্য প্রকল্পের কাজের সাথে জড়িত। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর বিষয়ে বিস্তারিত জানা যায়নি, তবে তার বাড়ী ফেনী জেলার সোনাগাজী উপজেলায় বলে জেনেছি। দুর্ঘটনার পরপরই তাকে মোটরসাইকেলসহ চিকিৎসার জন্য সোনাগাজীর দিকে নেওয়া হয়েছে।

ওচমানপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুল হক জানান, বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় আমার ওয়ার্ডের পশ্চিম বাঁশখালী গ্রামের বাসিন্দা জামশেদ আলম ও সাহাব উদ্দিনের দুইটি গরু মারা গেছে। তবে মোটরসাইকেল আরোহীর বিষয়ে পুরোপুরো জানতে পারিনি।

আরও পড়ুন