সম্প্রীতি সমাবেশ উপলক্ষে চন্দনাইশ প্রশাসনের প্রেস ব্রিফিং
প্রধানমন্ত্রীর কার্যালয় এর নির্দেশনার আলোকে বিদ্যমান আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যেগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকার ওয়ান আজিজ শপিং সেন্টারের সামনে আগামী শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় “সামাজিক সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হবে।
সমাবেশটি সার্থক ও সফল করার লক্ষে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মুহাম্মদ সায়েক।
আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য সামাজিক সম্প্রীতি সমাবেশ সার্থক ও সফল করার লক্ষে সকল স্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহবান জানান তিনি। এসময় চন্দনাইশে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।